বন্ধ হয়ে গেল অনলাইন জুয়ার সাইট | online Saudi Arabia Casino | জুয়া
অনলাইন জুয়ার ৩৩১টি ওয়েবসাইটকে গুগল অ্যাপ, ফেসবুক ও ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
ক্রেডিট বা ডেভিড কার্ড সহজলভ্য হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছে অনলাইন জুয়ার দিকে। কয়েকটি অপরাধী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে।
বিটিআরসি জানিয়েছে, গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপ বন্ধের জন্য রিপোর্ট করেছে বিটিআরসি।
ইতোমধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপ বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপ বন্ধ করার জন্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
জুয়া খেলার মাধ্যমে অর্থপাচারের সুযোগ তৈরি হওয়ার কথা জানিয়ে বলা হয়, অ্যাপের নিয়ম অনুযায়ী খেলার চিপস কিনতে প্রয়োজন পড়ে নগদ অর্থ, ক্রেডিট বা ডেভিড কার্ড। এগুলোর মাধ্যমেই অপরাধী চক্র দেশ থেকে টাকা পাচার করে থাকে।
মোবাইল অ্যাপ ছাড়াও অপরাধীরা বিভিন্ন ওয়েবসাইট বা ডোমেইনের মাধ্যমে সরাসরি অনলাইন গেইম বা জুয়া খেলায় অংশগ্রহণ করে থাকে।
অনলাইনে জুয়া বা বাজির ওয়েবসাইটে বিটিআরসির এ পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Welcome to the ‘Crime Time BD’ YouTube channel. ‘Crime Time BD’ is a 24/7 news oriented YouTube channel of Bangladesh.
Check out our other YouTube Channel, Facebook, twitter and Instagram for regular updates.
Subscribe to our Channel: https://www.youtube.com/channel/UCu3LAinfAbJcVXXSPm9OvdA
Find Us on Facebook: https://www.facebook.com/CTB80
#onlinecasino #জুয়া #অনলাই_জুয়া
#CrimeTimeBD #CrimeTime #CrimeNews #Crime #News #BreakingNews #Dhaka #Bangladesh