মালয়েশিয়া আর কোনো বাংলাদেশীকে নির্যাতন করবে না (যদি): Bangladeshi unlawful immigrants in Malaysia
আন্তর্জাতিক আদালতে ভারতকে টেনে তোলা হোক
——————————————————————–
ইসলামিক নব্য সন্ত্রাসী ও তালেবান সৃষ্টিকারী ভারতে জন্মগ্রহণকারী বিশ্ব জোকার ‘জাকির নায়েক’কে দীর্ঘদিন আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তোলার অপরাধে ভারতের দিল্লী প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে নালিশ করা আজ বিশ্বমানবতার একটি দাবি। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ার তিন কক্ষ বিশিষ্ঠ একটি ফ্ল্যাটে ‘করোনা বন্দীর’ মত দিন গুজরানকারী এই ‘সর্পিল জিহ্বাধারী’ জোকারকে মালয়েশিয়ান সরকার ‘ধর্মীয় সম্প্রীতি’ নস্যাৎ হতে পারে আশংকায় যেভাবে কঠিন শর্ত বেঁধে দিয়ে আশ্রয় দিয়েছে, তার জন্মদেশ ভারত কেন সে কাজটি আগে করেনি। ভারত মূলত ‘ইসলাম কে ধংস’ করার প্রত্যয়ে এইরকম একজন জাকির নায়েককে জন্ম দিয়েছে এবং পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে তাকে ধারাবাহিক প্রশ্রয় দিয়েছিলো। বিশ্ব-টাউট এই ‘জোকার জাকির’এর বিচার হওয়ার আগে আমি মনে করি ভারতের ‘ক্ষমাহীন’ সেই দুটি (জন্ম ও প্রশ্রয়) অপরাধের জন্যে তাদের সুবিধাবাদী প্রাক্তন কংগ্রেস প্রশাসনের ধান্দাবাজ নেতাগুলোকে সহ ভারতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে এখন একটি সময়ের দাবী।
“আপনারে যে বড় বলে, বড় সে নয়, লোকে যারে বড় বলে, বড় সে হয়”, জগৎ কুখ্যাত ইসলামিক-টাউট-সেল্সম্যান ‘জোকার’ বিখ্যাত এই প্রবাদটি মনে হয় কখনোই শোনে নি, শুনলে হয়তো কম্পারেটিভ রিলিজিওন এর নামে আজ ইসলামকে খাটো করার জন্যে ‘সাপের মত’ জিহ্বা নেড়ে-নেড়ে জাকের বেহায়ার মত বলে বেড়াতো না ‘আমার ইসলাম সবার শ্রেষ্ঠ ধর্ম’, আমার ধর্ম সেরা, ইসলাম ইজ দা বেস্ট, ইত্যাদি বলে গলা ফাটাতো না। তুমি ভালো বা তোমার ধর্ম ভালো এটি তোমার বলার বিষয় নয়, তোমার মুখ দিয়ে বলার দরকার নেই, অন্যরা বলবে তুমি ভালো কি খারাপ বা তোমার ধর্ম বেস্ট কী লেস্ট। [আমি জানি না আমার এই সহজ বাংলা লেখা বাঙালী ‘মকসুদুল মুমিন’ ভাইরা পড়ে আদৌ বুঝবে কিনা। আল্লাহ এই মুসলিম জালিমদের হাত থেকে ইসলামকে রক্ষা করুক।- আমীন-সুম্মা আমীন – বনি আমিন]
আমার দৃষ্টিতে কুখ্যাত জাকির নায়েক হচ্ছে আমাদের ‘ইসলাম’ ধর্মের একজন বড় মাপের ‘সেলস এজেন্ট’, তিনি বিশ্বব্যাপি ‘ইসলামের মার্কেটিং’ করে বেড়ান। আমার প্রশ্নঃ ইসলাম কি একটি প্রোডাক্ট? ইসলাম কি বিক্রি করার জন্যে? ইসলাম কি অন্য ধর্মের সাথে তুলনা করার প্রোডাক্ট? ইসলাম কি গাড়ির মত? Mercedez Banz বা BMW বা KIA বা Mitushubishi বা Toyota প্রোডাক্ট যে একজন সেলস এজেন্ট আপনাকে অটোমোবাইল দোকানে আপনি এরূপ কোনো প্রডাক্ট কিনতে গেলে যেভাবে একজন সেলসম্যান আপনার সামনে তুলনামূলক ফিচার গুলো তুলে ধরে ইসলাম কি তেমনি? ভালো ব্যাক্তিরা কি কখনো তার Rolls Royce এর সাথে KIA বা Mitushubishi এর তুলনা তুলে নিজেকে হালকা করে?
আমার দৃষ্টিতে বাংলাদেশের প্রায় ৯০% ওয়াজিরা হচ্ছে গ্রামের হাট বাজারের পান বিড়ি সিগারেটের দোকানের মত, ওরা সেভাবে ইসলামকে বিক্রি করে, আর কুখ্যাত ‘জোকার নায়ক’ হচ্ছে ঢাকা বা কোলকাতার বড়মাপের কোনো কোম্পানির একটি বিশেষ প্রোডাক্টের একজন চৌকষ সেলসম্যান আর ওই প্রোডাক্টের নাম হচ্ছে ‘ইসলাম’,
শেষবারের মত জিজ্ঞেস করছি – ইসলাম কি বিক্রি যোগ্য কোন প্রোডাক্ট? ইসলাম অর্থ কি তুলনা করার নামে বিশ্বের অন্য ধর্মগুলোকে ছোট করা? জাকির নায়েককে চিনতে বা জানতে হলে আপনাকে বেশ জ্ঞানের অধিকারী হতে হবে, মাথায় ‘ঘিলু’ থাকতে হবে। ‘মুসলমানি-ঘু’ মাথায় নিয়ে জাকির নামের এই সেলসম্যানের ধুরন্ধর চালাকি বোঝা যাবে না। প্লীজ লেখাপড়া করুন, মনকে আরেকটু উম্মুক্ত করুন, তখোন দেখবো আপনিও চিৎকার করে সমস্বরে বলবেন ‘জোকার নায়ক’ একটা টাউট, ফটকাবাজ কবিরাজ বা মিচকি শয়তান এবং ইসলামকে ধ্বংস করার জন্যে ভারতে নবাগত এক দাজ্জাল এর আগমন ঘটেছিলো। রাবনরুপী এই জোকার নায়েককে ‘জন্ম দেয়া’ এবং অতঃপর দীর্ঘদিন তাকে প্রশ্রয় দেয়ার জন্যে ভারত নিজেই দায়ী এবং সে জন্যেই আন্তর্জাতিক আদালতে ভারত সরকারকে এখন টেনে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানো দরকার। ভারতের অপরাধঃ কেন সঠিক বিচারের আওতায় এনে বিশ্ব ইসলামী সন্ত্রাসের সূতিকাগারে সুড়সুড়ি দেয়া এই ‘ইসলামিক ফটকাবাজ’ জোকারটিকে দেশ থেকে পালানোর আগেই ফাঁসিতে ঝোলানো হয়নি। – আমীন – সুম্মা আমীন – বনি আমিন
জোকার নায়কের মোনাজাত
—————————————–
সবার কাছে আবেদনঃ আসুন বন্ধুরা আমরা প্রকৃত ‘ইসলাম’ এর নামে এবং ‘কম্পারেটিভ রিলিজিওন’এর নামে পৃথিবীর অন্যান্য ধর্মগুলোকে ‘ছোট’ করি বা বেইজ্জতি করি। নিজের ধর্মকে ‘শ্রেষ্ঠ’ – ‘শ্রেষ্ঠ’ বলে চিৎকার করে ‘অমুসলিমদের’ গাঁড় মারি। চলুনঃ ওদের দেশে থেকে অর্থাৎ বসবাস করে, ওদের পাতে খেয়েই প্রকৃত ইসলামের নামে ওদের থালাটা ছিদ্র করে দেই। অমুসলিম দেশের সকল ভালো সুবিধাগুলো লুটে নেই এবং গোপনে নিজের সন্তানদের মনে ইসলামী-বীজ ঢুকিয়ে দিয়ে বলি ‘তোমার পাঠশালা বা স্কুলের প্রতিটি অমুসলিম শিক্ষক বা সাদা শিক্ষকগুলো সব জালিম এবং জানোয়ার”, চলুনঃ আরো বলি “তোমার মৃত্যুশয্যায় যে ডাক্তারটি তোমাকে চিকিৎসা সেবা দিয়েছিলো বা আজরাইলের চিঠি ফেরৎ পাঠিয়ে দিয়েছিলো সে ডাক্তারটি একজন কাফের ও পশুতুল্য অমানুষ, আসুনঃ আমাকে (জাকির নায়ক) আপনারা একজন ‘ডিজিটাল নবী’ হিসেবে ঘোষণা দিন, অতঃপর চলুন তাবৎ বিশ্বের সকল অমুসলিমকে ‘কাফের’ এবং পশুর সাথে তুলনা করি। অতঃপর সমস্বরে বলতে থাকি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ‘ইসলাম শান্তির’ ধর্ম – ওঁম শান্তি – ওঁম শান্তি। আল্লাহ হু আকবার – আমীন – সুম্মা আমীন – (মোনাজাত সঞ্চালকঃ বনি আমিন, সিডনী)